একুশের ইতিহাস জানাবে অ্যান্ড্রয়েড অ্যাপ ।

টিউন করেছেনঃ | | টিউন বিভাগঃ
প্রিয়, বন্ধুরা ট্রিকবিডি সাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তেও যেন সব সময় ভালো থাকেন তার জন্য ট্রিকবিডি এর পক্ষ থেকে রইল শুভ কামনা।

এই যে আমরা বাংলা ভাষায় লিখছি,
কথা বলছি তা কিন্তু এতটা সহজে হয়নি। অনেক রক্ত ঝরিয়ে কষ্ট করে অর্জন
করতে হয়েছে মায়ের ভাষার অধিকারকে।

সালাম, রফিক, জব্বারসহ নাম না জানা অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা প্রাণের ভাষা বাংলাকে প্রতিষ্ঠা করতে পেরেছি।
অনেক পথ পেরিয়ে তা আন্তর্জাতিক
মাতৃভাষা দিবসের স্বীকৃতিও পেয়েছে।

কিন্তু একুশের ফেব্রুয়ারির ইতিহাস অনেকের
অজানা। তাদের জন্য প্রযুক্তি ব্যবহারের
মাধ্যমে স্মার্টফোনে করে ইতিহাস জানানোর
সুযোগ থাকছে। চাইলে স্মার্টফোনের ‘একুশ’
নামে অ্যাপ্লিকেশনের সাহায্যে খুব
সহজে জানা যাবে মায়ের ভাষা প্রতিষ্ঠার
সুতীব্র সেই সংগ্রামের ইতিহাস।
এক নজরে ফিচারগুলো

১. অ্যাপটিতে রয়েছে বাংলা ও
ইংরেজি ভাষা ব্যবহারের সুবিধা।

২. ভাষা নির্ধারণ করে দিলে সেই ভাষায়
একুশের ইতিহার পড়া যাবে।

৩. যারা পড়ার চেয়ে শুনতে বেশি পছন্দ করেন তাদেরজ জন্য রয়েছে অডিও সুবিধা। অডিও আকারে শোনা যাবে রক্তঝরা সেসব দিনের ইতিহাস।

৪. চাইলে সাউন্ড বন্ধ করার সুবিধাও রয়েছে।

৫. অ্যাপটিতে রয়েছে শেয়ার ফিচার।

চমৎকার অ্যাপটি বিনামূল্যে এ ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে।

ধন্যবাদ সবাইকে । সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় নতুন ফ্রি নেট টিপস এবং ট্রিক্স পেতে  

প্রযুক্তির রঙ 

এর সাথেই থাকুন।

Previous
Next Post »
Designed by Engr. G.M.A Mahfuz ™

সাতক্ষীরা সদর,সাতক্ষীরা-৯৪০০
মোবাঃ ০১৯২৩৩৯৯৩৫৬
ই-মেইলঃ gmmahfuz@gmail.com

Powered by প্রযুক্তির রঙ