প্রযুক্তির রঙ নীতিমালা


প্রযুক্তির রঙ নীতিমালা
বাংলা ভাষার  দেশীয় প্রযুক্তি বিষয়ক ব্লগ প্রযুক্তির রঙে আপনাকে স্বাগতম। প্রযুক্তির রঙে পোষ্ট মন্তব্য করার পূর্বে অবশ্যই নিচের নীতিমালা মেনে চলুন। প্রযুক্তির রঙে নিবন্ধন মন্তব্য করলে ধরে নেওয়া হবে তিনি 'নীতিমালা ব্যবহারবিধি' পড়ে তাতে সম্মতি জ্ঞাপন করেছেন। প্রকাশিত লেখা মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব প্রযুক্তির রঙ বহন করে না
. পোষ্ট করা সংক্রান্ত
.০১ প্রযুক্তির রঙে প্রকাশিত সকল পোষ্ট নৈতিক প্রযুক্তি সংক্রান্ত হতে হবে। সৃজনশীল, তথ্যবহুল মানসম্মত পোষ্টও প্রযুক্তির রঙে প্রাধান্য পাবে
.০২ সকল পোষ্টের মূল ভাষা অবশ্যই বাংলায় এবং পোষ্টে কমপক্ষে ৮০ ভাগ বাংলা ভাষা থাকতে হবেইংরেজি বা অন্য কোন ভাষায় পোষ্ট করা যাবে না। ফোনেটিক ব্যবহার করে ( ইংরেজি কিবোর্ড লেআউট দিয়ে বাংলা লেখা) বাংলা লিখতে পারেন
.০৩ ইংরেজী বাংলা মিশ্রিত করে, ইংরেজি অক্ষর দিয়ে বাংলা লিখে, অথবা বাংলা ভাষার অহেতুক বিকৃত করে কোন পোষ্ট করা যাবে না
.০৪ টেকনিক্যাল টার্মগুলোর অহেতুক বাংলা প্রতিশব্দ ব্যবহার থেকে বিরত থাকুন। টেকনিক্যাল ট্রার্ম গুলো লেখার ক্ষেত্রে সেগুলো ইংরেজি অক্ষরে অথবা বহুল প্রচলিত হলে বাংলাতে উচ্চারণ লিখুন। কোন ট্রার্মের বহুল ব্যবহৃত পরিভাষা থাকলে সেটি ব্যবহার করুন
.০৫ বিভিন্ন সফটওয়্যারের ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি পোষ্টে সরাসরি প্রকাশ বা আপলোড করা যাবে না। লিংক দেওয়া যাবে। প্রয়োজনে অন্য কোথাও টেক্সট ফাইল হিসেবে আপলোড করে লিংক দেওয়া যাবে। ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি বিষয় গুলো প্রযুক্তির রঙে নিরুৎসাহিত করে। বরং ওপেনসোর্স ফ্রিওয়্যারকে স্বাগত জানায়
.০৬ হ্যাকিং, ক্র্যাকিং, ফিসিং, সাইবার ক্রাইম ইত্যাদি বিষয় নিয়ে অবশ্যই পোষ্ট করা যাবে যেমন হ্যাকিং-ক্র্যাকিং টেকনিকিউ, নিউজ, হ্যাকারদের খবর ইত্যাদি। কিন্তু তা কোন সাইট, সার্ভিস বা গোষ্টিকে কেন্দ্র করে নয়
.০৭ বিভিন্ন সংবাদ পত্রিকা, সংবাদ মাধ্যম, কমিউনিটি ব্লগ, উইকি থেকে খবর, সংবাদ, তথ্য বা অন্য লেখা প্রকাশ করা হলে পোষ্ট স্থায়িত্ব বা স্থগিতের বিবেচনা প্রযুক্তির রঙ বহন করবে। প্রযুক্তির রঙে বিবেচনায় পোষ্ট স্থায়ী যোগ্য হলে তা স্থায়ী হবে অন্যথায় স্থগিত করা হবে
.০৮ প্লেইজারিজম থেকে সর্বদা বিরত থাকুন
.০৯ নিজের লেখা নয় এরকম, অন্যের মানসম্মত লেখা হুবহু কপি পেস্ট করে টিউন করা যাবে তবে তা অবশ্যই প্রযুক্তির রঙ নীতিমালা বান্ধব এবং প্রকৃত লেখকের নাম পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) উল্লেখ করতে হবে
.১০ পূর্বে প্রকাশিত নিজের লেখা বা নিজের ব্যক্তিগত ব্লগের লেখা, লেখক নিজে হুবহু পোষ্ট করতে পারবে। এক্ষেত্রে পূর্বে প্রকাশিত সূত্রের (লিংক) উল্লেখ লেখকের ইচ্ছাধীন। তবে একাধিক ব্লগে বা একাধিক অন্য কোন কম্যুনিটি ব্লগিং প্লাটফরম পূর্বে প্রকাশিত হয়ে থাকলে প্রকৃত লেখকের নাম পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) দিতে হবে
.১১ অর্ধেক পোষ্ট করে বাকি পোষ্ট পড়তে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ এর লিংক দেয়া যাবে না। সম্পূর্ণ পোষ্ট করে প্রয়োজনে লেখক লেখার সূত্র উল্লেখ করে পোষ্ট করা যাবে
.১২ কোন রকমের এ্যাডসেন্স বা এফিলিয়েট জাতীয় এ্যাড লিংক এবং এফিলিয়েট লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) দিয়ে পোষ্ট করা যাবে না
.১৩ অনলাইন আয় ফ্রিল্যান্সিং নিয়ে পোষ্ট করার ক্ষেত্রে পোষ্ট অবশ্যই দিকনির্দেশনা প্রোণদনা মূলক হতে হবে। 
.১৪ চাকুরির বিজ্ঞপ্তি, লোক নিয়োগ, অনলাইন আয়ের জন্য লোক নিয়োগ ইত্যাদি চেয়ে পোষ্ট করা যাবে
.১৫ জনস্বার্থে নয় শুধু মাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে এমন কোন বিজ্ঞাপনী মূলক পোষ্ট প্রকাশ করা যাবে না। প্রতিষ্ঠানের বা পণ্যের উদ্দেশ্য এবং কার্যক্রমের সঠিক পূর্ণ বিবরণ দিয়ে পোষ্ট করা যাবে এবং তা অবশ্যই জন স্বার্থে হতে হবে
.১৬ আপনার বাণিজ্যিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক সংঘ ও পণ্য বা সেবা ক্রয়ের জন্য  সুষ্ঠু প্রচারণার জন্য প্রযুক্তির রঙ বিজ্ঞাপন বিভাগ ০১৯২৩৩৯৯৩৫৬ এর থেকে সহায়তা নিন
.১৭ অনৈতিক, অশ্লীল, কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোনো ছবি, তথ্য লেখা প্রকাশ করা যাবে না
.১৮ ধর্ম, ধর্মগ্রন্থের বাণী সামাজিক প্রেক্ষাপটকে আঘাত করে এমন কোন বিষয় নিয়ে পোষ্ট করা যাবে না বা এধরনের লেখা পোষ্টে থাকা যাবে না
.১৯ অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য পোষ্টে ব্যবহার করা যাবে না
এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য প্রযুক্তির রঙ  যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো পোস্ট কারীর পোষ্ট অপসারণ/মুছে ফেলা এবং পোষ্টকারীকে সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করার ক্ষমতা রাখে
. মন্তব্য করা সংক্রান্ত
. পোস্টকারীদের কিংবা ননপোস্টকারীদের, কাউকে গালিগালাজ করা যাবে না
. কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না
. অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য ব্যবহার করা যাবে না
. প্রচারণার উদ্দেশে মন্তব্য কোন সাইট বা সার্ভিসের লিংক প্রকাশ করা যাবে না
. মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব প্রযুক্তির রঙ বহন করে না


এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য প্রযুক্তির রঙ  যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো পোস্ট কারীর বা ভিজিটরের মন্তব্য অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনার ক্ষমতা রাখে

. পোস্টকারীর নাম সংক্রান্ত 
.  নাম হিসেবে এমন কোনো নাম বা ছদ্মনাম ব্যবহার করা যাবে না যা অন্য পোষ্টকারীর নামকে হেয় করে
. বিশিষ্ট রাজনৈতিক, ধর্মীয় সামাজিক মূল্যবোধ অনুসারে শ্রদ্ধেয় কোনো ব্যক্তি, বর্গ, গোষ্ঠিকে ব্যঙ্গ করে কোন পোষ্টকারীর নাম তৈরি ব্যবহার করা যাবে না
. সামাজিকভাবে কোনো প্রচলিত নামকে হেয় করে কিংবা সামাজিক-সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে অশালীন মনে হয় এমন কোন পোষ্টকারীর নাম ব্যবহার করা যাবে না
এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য প্রযুক্তির রঙ   যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো পোস্টকারীর আইডি অপসারণ/বাতিল বা বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করার ক্ষমতা রাখে
. নীতিমালার পরিবর্তন 
. প্রযুক্তির রঙ  নীতিমালা পরিবর্তনশীল। বিশেষ প্রয়োজনে নীতিমালার একটি বা একাধিক বিষয় পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধনের সকল ক্ষমতা প্রযুক্তির রঙ  বহন করে। তবে তা মূল নীতিমালার খুব একটা পরিবর্তন না করেই পরিবর্তন সাধিত হবে। নীতিমালার সর্বশেষ পরিবর্তনের তারিখ এই পাতার একদম উপরে প্রকাশ করা হবে। নীতিমালা বড় ধরনের কোন পরিবর্তন হলে অবশ্যই তা ঘোষনা দিয়ে জানিয়ে দেওয়া হবে

1 টি মন্ত্যব্য:

মন্তব্য করার জন্য এখানে ক্লিক করুন
Saiful Blog
admin
December 21, 2015 at 2:48 PM ×

Good

Congrats bro Saiful Blog you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar

ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Designed by Engr. G.M.A Mahfuz ™

সাতক্ষীরা সদর,সাতক্ষীরা-৯৪০০
মোবাঃ ০১৯২৩৩৯৯৩৫৬
ই-মেইলঃ gmmahfuz@gmail.com

Powered by প্রযুক্তির রঙ