পোস্টের শিরোনাম পড়েই বুঝে গেছেন আজকের আলোচ্য বিষয়। ভিডিও স্লো মোশনে দেখার জন্য এন্ড্রয়েডে বেশ কিছু অ্যাপ আছে, এর মধ্যে BS Player এর সাথে আমরা সবাই পরিচত। এছাড়াও Androvid pro দিয়েও ভিডিও ইডিট করে ভিডিও স্লো বা ফার্স্ট মোশন করা যায়। কিন্তু আজ যে অ্যাপ নিয়ে কথা বলতেছি তার কাছে অই অ্যাপগুলো যোজন যোজন দুরে!! তো অ্যাপটির বিস্তারিত জেনে নেয়া যাক।
অ্যাপের নাম: Slow motion pro.apk
অ্যাপের ভার্সন: V.2.2.5 Build 20
অ্যাপ সাইজ: 54.64 KB
অ্যাপ ক্যাটাগরি : Video player
আপডেট: ০৮-০৩-২০১৫ ইং
অ্যাপের ভার্সন: V.2.2.5 Build 20
অ্যাপ সাইজ: 54.64 KB
অ্যাপ ক্যাটাগরি : Video player
আপডেট: ০৮-০৩-২০১৫ ইং
ব্যবহারবিধি
অ্যাপ টির ব্যবহার অত্যন্ত সহজ। জাস্ট ইন্সটল করে অপেন করুন, দুটি অপশন আসবে Existing Video আর New Recording আপনি Existing Video সিলেক্ট করুন। তারপর আরো দুটি অপশন আসবে SD CARD আর Phone। যেখানে আপনার ভিডিও আছে সিলেক্ট করলে সব ফাইল দেখাবে।তারপর যেকোন ভিডিও অপেন করুন। নিচের থেকে Play/Pause বাটনে ক্লিক করুন।
ছবিতে দেখুন,,দুটি হলুদ বার দেখা যাবে, উপরের বার টি ভিডিও টেনে দেখার জন্য আর নিচের বার টি স্লো মোশনের জন্য। ছবিতে দেখুন কথাবলার ভংগি করতে গিয়ে ঠোট পর্যন্ত উল্টানো শো করছে। এছাড়া New Recording সিলেক্ট করলে তৎক্ষণাৎ ভিডিও করেও স্লো মোশনে দেখতে পারবেন। অস্থির একটা অ্যাপ যা ব্যবহার করলেই হাড়ে হাড়ে টের পাবেন
ফিচার
একটা জিনিস আমাকে খুবি অবাক করেছে তা হলো একদম FULL HD মূভি 1.3 GB যেটা আমার ফোনের mx player এও বাজতে চায় কিন্তু এই অ্যাপে যেকোন ভিডিও স্মুথলি চলে! Avi, Mkv, 3gp, mp4, Blueray সব চলে এই ছোট্ট অ্যাপটাতে।
এটা শুধু ভিডিওর ক্ষেত্রে না, অডিও গান ও পুরাই স্লো মোশনে শুনা যায়।যারা নাচের মুদ্রা শেখেন, বা কোন গানের লিরিকস বুঝতে চান ভালভাবে বা প্রতিটা মোশন দেখতে চান তাদের জন্য আদর্শ অ্যাপ এটি।
ডাউনলোড লিংক: Slow motion pro.apk
ConversionConversion EmoticonEmoticon