এবার আপনার এন্ড্রোয়েড ফোনেই 2G এরিয়াই YOUTUBE এ যেকোনো ভিডিও উপভোগ করুন কোন ধরনের বাফারিং ছাড়া (স্কীনশর্ট সহ ১০০% কাজ হবে)

টিউন করেছেনঃ | | টিউন বিভাগঃ
সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে টিউন টি শুরু করছি । আশা করি ভালো আছেন সাবাই । আমিও ভালো আছি আর তাই আরও একটি Android বিষয়ক টিউন নিয়ে হাজির হলাম আজ । আজকের টিউনে আলোচনা করবো, কিভাবে ২জি নেট স্পীডে কোন
বাফারিং ছাড়াই ইউটিব দেখতে পারবেন । আমারা সবাই জানি যে, ইউটিব এর ভিডিও ভালোভাবে উপভোগ করতে উচ্চ গতির নেট স্পীড। যেমনঃ- ৩জি বা উচ্চ গতির ওয়াইফাই প্রয়োজন । কিন্তু আমাদের দেশের সব জায়গায় ৩জি বা উচ্চ গতির ওয়াইফাই এখনো পৌঁছেনি, আর তাই ২জি নেট ব্যবহারকারীরা অনেক ইচ্ছা থাকলেও বাফারিং এর ঝামেলায় কেউই ইউটিব
দেখতে পারেন না । তাই এই টিউন চেষ্টা করবো সুন্দর একটি অ্যাপস ও টিপস দিতে, যার মাধ্যমে ২জি নেট
বা স্লো নেট ব্যবহারকারীরা Android ডিভাইস দিয়ে সুন্দর ভাবে ইউটিব উপভোগ করতে পারবেন ।

প্রয়োজনীয় অ্যাপস ও কার্য পদ্ধতিঃ
২জি নেটে সুন্দরভাবে ইউটিব উপভোগ করতে হলে, প্রথমে নতুন Tubemate_1.50 ভারসনের অ্যাপসটি লাগবে । Tubemate_1.50 সম্পর্কে নতুন করে কিছু বলবো না। তারপরও যাদের কাছে নেই তাদের জন্য
উনলোড লিংক দিয়ে দিলাম ।


http://taketunes.tk/forum2_theme_111501011.xhtml?tema=39
অ্যাপসটি ডাউনলোড করে ইন্সটল করুন এবং ওপেন করার আগে ব্যাকগ্রাউন্ড টাস্ক গুলি কিল করে নিন, তাতে করে পুরো নেট স্পীড টুকুই টিউবমেটে ব্যবহার হবে । কিন্তু ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করবেন না, এতে করে কিন্তু ভিডিও প্লে হবে না । অ্যাপসটি ওপেন করার পর নিচের স্ক্রিনশটে দেখানো ধাপ গুলি অনুসরণ করুন ।
নেট কানেকশন অন রেখে Tubemate ওপেন করুন।
পছন্দের ভিডিওটি ওপেন করে উপরের ডাউনলোড আইকনে ক্লিক করুন।
১৭৬x১৪৪ রেজুলেশন সিলেক্ট করে প্লে বাটনে ক্লিক করুন।
এখন বাফারিং ছাড়াই Youtube এর ভিডিও উপভোগ করুন।


এই পদ্ধতি ব্যবহার করে গড়ে 15 KB/s নেট স্পীডে কোন বাফারিং ছাড়াই ইউটিবের ভিডিও উপভোগ করতে পারবেন । আর যারা ২জি নেটেও গড়ে ২৫-৩০ KB/s স্পীড পেয়ে থাকেন, তারা চাইলে ৩২০x২৪০ রেজুলেশন দিয়েও ভিডিও দেখতে পারেন ।

Previous
Next Post »

ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Designed by Engr. G.M.A Mahfuz ™

সাতক্ষীরা সদর,সাতক্ষীরা-৯৪০০
মোবাঃ ০১৯২৩৩৯৯৩৫৬
ই-মেইলঃ gmmahfuz@gmail.com

Powered by প্রযুক্তির রঙ