আশা করি সবাই ভালো আছেন।আজ আসলাম বর্তমানের সবচেয়ে আলোচিত বিষয় টা নিয়ে তা হলো Gp এর দেয়া Free Fb Mb offer ।অনেকে হয়তো।মনের আনন্দে যত খুশি নিয়েছেন কিন্তু সেটা ব্যাবহার করতে না পেরে আবেগে বুক ফাটিয়ে ফেলছেন।সমস্যা নেই দেখুন আর সমাধান করে নিন যে কীভাবে এই Free Mb টা ব্যবহার করবেন।প্রথম থেকেই শুরু করি....
সবার আগে বলে রাখা ভালো যে এই Free Mb দিয়ে আপনি শুধু Facebook & Whatsapp চালাতে পারবেন।PC & Phone এ।যারা ইতিমধ্যে ৫ বারের বেশি *5010#/*500*88# dial করে ফেলেছেন মানে Offer এর লিমিট টা শেষ করে ফেলেছেন তাদের এই পদ্ধতি কাজে দিবে না।তারা অন্য সিম এ Try করুন।প্রথমে ১ বার *5010# dial করুন।Successful sms আসলে একটা ছোট কোন 3g package কিনুন।আমি suggest করবো click pack *500*11# এটা 4mb only 2 টাকা।এটার Confirmation sms আসলে পুনরায় Facebook Free mb offer টা নিন।মানে আবার dial করুন *5010# এটা successful হলেই এবার ঢুকে দেখুন ১০০% চলবে।
ধন্যবাদ।
বিঃদ্রঃ Phone এ চালাতে হলে Facebook lite apps টা লাগবে।আর Pc তে আপনি যেকোনো Browser দিয়ে চালাতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়ায়।
ConversionConversion EmoticonEmoticon