এসএসসি পাশকৃত বন্ধুরা;শিক্ষা জীবনে তুলনামূলক কম সময়ে কোর্স সমাপ্তি আর কোর্স শেষে সরকারি চাকরির নিশ্চয়তা পেতে চাও ? তাহলে আজই ভর্তি হয়ে যাও

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ নিয়ন্ত্রিত ৪ বছর মেয়াদী ডাক্তারী পড়াশুনায় ।
আর তুলনামূলক কম খরচে গুণগত ডাক্তার হতে চলে আসো সাতক্ষীরাতে সর্বপ্রথম ও একমাত্র প্রতিষ্ঠান বুশরা ম্যাটস্ এর ক্যাম্পাসে, যাচাই করে দেখো নিজের চোখে । শিক্ষা ও প্রশিক্ষণে আন্তর্জাতিক মান অর্জনের লক্ষ্যে অত্যাধুনিক ল্যাবসহ নিজস্ব বুশরা হাসপাতালে সার্বক্ষনিক প্রাকটিসের সুবিধা ।

প্রতিষ্ঠানটি তে বর্তমানে আছে প্রায় ১২ জন এম.বি.বি.এস ডাক্তার সহ ২০ জন শিক্ষক-কর্মকর্তা ! রয়েছে সমৃদ্ধ মেডিকেল লাইব্রেরি, ডিবেটিং ক্লাব, গেমস্ এন্ড স্পোর্টস ক্লাব সহ ৬টি ক্লাব । এ ছাড়াও সাপ্তাহিক ক্লাস টেস্ট ও মাসিক উপস্তিতির উপর পুরস্কার প্রদান করা হয় ।বিস্তারিত জানতে ভিজিট করো www.facebook.com/bushramats.s অথবা ফোন করো: ০১৭১১-৮৫৩০২৪, ০১৯২৩-৩৯৯৩৫৬ নাম্বারে।ভর্তির যোগ্যতা: ২০১২ বা তারপর যে কোন সালে জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগ হতে এসএসসি/সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ প্রাপ্ত।“আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে ভর্তি চলছে। তাই আসন পূর্ণ হবার আগেই ভর্তি হও এবং গড়ে তোলো তোমার স্বপ্নিল ডাক্তারী জীবন।
আপনার জন্য আরও প্রযুক্তির রঙ
Ads by techrong
ConversionConversion EmoticonEmoticon