মুস্তাফিজুর রহমানের কাটারের জাদুতে নিমেষেই কুপোকাত হয়ে যান ক্রিজে থাকা ব্যাটসম্যানরা। অল্প সময়ে দুনিয়াজোড়া অগণিত ভক্ত তৈরি করেছেন বাংলাদেশ ক্রিকেটের এ তারকা। এবার তেমন এক ভক্তের কথা জানা যাক। মুস্তাফিজুর রহমানের অগণিত ভক্তের মধ্যে আরও এক ভক্ত হলেন জনপ্রিয়
অভিনেতা মোশাররফ করিম। অবশ্য মোশাররফ করিমের ভক্তের সংখ্যাও কম নয়। রাস্তায় বের হলেই সেটা বোঝা যায়।
মোশাররফ করিম জানালেন, অনেক ক্রিকেটারের সঙ্গেই তাঁর ভালো সম্পর্ক। বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়। মাশরাফি, মুশফিক থেকে শুরু করে সবার খোঁজখবরই নেওয়া হয়। বললেন, ‘তাঁরা আমাদের আন্তর্জাতিক তারকা। তাঁদের প্রতি আলাদা সম্মান ও ভালোবাসা সব সময় আছে।’
ConversionConversion EmoticonEmoticon