নতুন বাবা কিংবা মা হবেন? কিংবা বাসার আদরের পিচ্চি ভাগ্নে বা ভাগ্নির জন্য বিনামূল্যে ভালো কিছু গিফট দিতে চাচ্ছেন। বাচ্চাদের ড্রেস, খেলনা, ডায়াপার, বেড শিট, দুধ খাওয়ার চুষনি
এবং বাচ্চার মায়ের জন্যে কিছু ম্যাটারনিটি ড্রেস কেও পাঠিয়ে দিলে কেমন হয়? এই জিনিসগুলো বাসায় এসে গেলে, সবাই নিশ্চয়ই অনেক চমকে যাবে।কেন অ্যামাজন ফ্রী গিফট পাঠাবে?
যেহেতু অ্যামাজন পৃথিবীর সর্ববৃহৎ অনলাইন শপিং সাইট; এটি তাদের প্রচারণার অংশ। তাঁদের হাজারো পার্টনার কোম্পানি রয়েছে যারা তাদের পণ্য অ্যামাজনে বিক্রি করে। সেসব কোম্পানিও প্রচারণার অংশ হিসাবেও পাঠায় হাজারো উপহার। এবং এসবই একদম বিনামূল্যে। বাংলাদেশে এখন তাদের প্রচারণার অনেক বড় একটি ক্ষেত্র। আমাদের পাশের দেশ গুলোতেও অ্যামাজন এর সেবা চলে এসেছে ইতিমধ্যে। নিজেদের পরিচিতি আমাদের দেশে বাড়ানোর জন্য এটি তাদের একটি পন্থা।
কিভাবে পাবেন?
- লিঙ্কে ক্লিক করে অ্যামাজন বেবি রেজিস্ট্রি পেজে সরাসরি চলে যান। লিঙ্কঃ Shop Amazon - Create an Amazon Baby Registry
- "Get Started" বাটনে ক্লিক করুন।
- এবার সব তথ্য দিয়ে এখানে "Create Your Amazon Account" বাটনে ক্লিক করুন এবং পরবর্তী পেজে যান।
- এই পেজের একটু নিচের দিকে আসলেই "Your Shipping Address for Gifts" অংশ পাবেন। এখানে আপনার পুরো নাম, বাসার ঠিকানা, টিউনাল কোড দিন এবং কান্ট্রি হিসেবে বাংলাদেশ সিলেক্ট করে দিন। আপনার ফোন নম্বর দিতে ভুলবেন না। সব ঠিকঠাক হয়ে গেলে "Next Section" বাটনে ক্লিক করুন।
- এই ধাপে Jumpstart বাটন এর পাশেই Favorites বাটন এ ক্লিক করুন। তারপর এর ঠিক নিচেই Mark Items Complete বাটনে ক্লিক করুন। পরবর্তীতে Favorites বাটন ছাড়াও পাশের অন্যান্য বাটন থেকে আইটেম আপনার বেবি রেজিস্ট্রিতে সেভ করে রাখতে পারবেন।
- সব তথ্য পূরণ করুন। আপনার রেজিস্ট্রি সম্পন্ন হয়ে যাবে।
দুই এক সপ্তাহের মধ্যেই গিফট পৌঁছে যাবে যাবে আপনার দেওয়া ঠিকানায়। আমার গত সপ্তাহে পাওয়া গিফটঃ
তবে আর দেরী কেন? আজই আপনার গিফটটি নিয়ে আসুন ঘরে।
ConversionConversion EmoticonEmoticon