→ [স্থির ছবি থেকে ভিডিও বানান] ←

টিউন করেছেনঃ | | টিউন বিভাগঃ
স্থিরচিত্র ব্যবহার করে ভিডিওচিত্র
বানানো যায় সহজেই। এ জন্য ফটোস্টেজ
স্লাইড শো প্রডিউসার নামের ছোট একটা সফটওয়্যার লাগবে। এটি দিয়ে যেকোনো ছবিকে ভিডিওতে রূপান্তর
করা যাবে। এ জন্য...

→ প্রথমে এখানে ক্লিক করে সফটওয়্যারটি নামিয়ে নিতে হবে। এর আকার ১.৬৩ মেগাবাইট। 

→ নামানোর পর এক্সট্রাক্ট করে কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে।

→ ইনস্টল করার সময় নামানো ফোল্ডারে Components নামের একটি ফাইল পাবেন, তা কপি করে C:/ ড্রাইভে Program Files খুলে এনসিএইচ সফটওয়্যার নামের ফাইলটি খুলুন।

→ এবার পেস্ট করে কম্পিউটার রিস্টার্ট করুন।

→ এরপর ডেস্কটপ আইকন থেকে দুই ক্লিক করে ফটোস্টেজ স্লাইড শো প্রডিউসার খুলুন।

→ এবার যেসব ছবিকে ভিডিওতে রূপান্তর করবেন, সেগুলো নির্বাচন করুন। 

→ যে শব্দ বা গান এই ছবিতে দিতে চান, তা নির্বাচন করে নিতে হবে।

→ Manage color-এ ক্লিক করতে হবে। এরপর Builed Slideshow-এ ক্লিক করুন।

→ এখানে আপনি পিসি, ডিভিডি, সিডি অথবা অন্য কোনো মাধ্যমের জন্য ভিডিওটি রূপান্তর করতে চাইলে তা নির্বাচন করে দিন। 

→ ব্রাউজ করে দেখিয়ে দিন ফাইলটি কোথায় রাখবেন।

→ ছবির রেজুলেশন, ফ্রেম রেট ঠিক
করে নিতে হবে।

→ কোন ফরম্যাটে ভিডিও করতে চান, তা নির্ধারণ করে দিন। 

→ এবারে সবকিছু ঠিক থাকলে Build
Slideshow-এ ক্লিক করলে ভিডিওতে রূপান্তর করা শুরু করবে। 

→ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং দেখবেন, ছবির প্রত্যাশিত ভিডিওটি যথাস্থানে সেভ হয়ে গেছে।

→ তৈরি হয়ে যাবে স্থিরচিত্রের ভিডিও।

ধন্যবাদ। বুঝতে কোন সমস্যা থাকলে এখানে কমেন্ট করুন অথবা ফেইসবুকে আমাকে নক করুন। 

→ ফেইসবুকে আমি ←

Previous
Next Post »
Designed by Engr. G.M.A Mahfuz ™

সাতক্ষীরা সদর,সাতক্ষীরা-৯৪০০
মোবাঃ ০১৯২৩৩৯৯৩৫৬
ই-মেইলঃ gmmahfuz@gmail.com

Powered by প্রযুক্তির রঙ