গুগলে খুব সহজে তথ্য খোঁজা

টিউন করেছেনঃ | | টিউন বিভাগঃ
আমাদের কোন কিছু দরকার হলেই সেটা আমারা গুগল থেকে খুজি। কিন্তু গুগলে ঠিক মতো খুজতে না পারলে আমারা অনেক সময় আমাদের প্রয়োজনীয় তথ্য পাইনা। নিচে গুগলে তথ্য খুঁজে বের করার কিছু টিপস দেখে নিনঃ
শব্দের সংজ্ঞা
কোনো বিশেষ শব্দ লিখলে সরাসরি এর সংজ্ঞা নাও আসতে পারে
সমাধান:
যে শব্দটা খুঁজছেন সেটি টাইপ করে define লিখে দিন। গুগল সরাসরি ওই শব্দের সংজ্ঞায় আপনাকে নিয়ে যাবে।
সঠিক উৎস
কোন উদ্ধৃতি কার কাছ থেকে এসেছে তা সাধারণত সরাসরি পাওয়া যায় না।
সমাধান:
উদ্ধৃতিটি ‘ ’ চিহ্নের মধ্যে লিখে খুঁজুন, ঠিক ওই উদ্ধৃতি কার তা পাওয়া যাবে।
নির্দিষ্ট মূল্যের পণ্য
আপনি জানতে চাইছেন ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে কোন কোন ডিজিটাল ক্যামেরা পাওয়া যাবে।
সমাধান:
পণ্যের নাম লিখে কত থেকে কত দামের মধ্যে চান সেটি ব্র্যাকেটে ( ) লিখে দিন, দুটি দামের মাঝখানে – চিহ্ন দিন।
নির্দিষ্ট সাইটে খোঁজা
ধরুন হাফিংটন পোস্ট-এ নেলসন ম্যান্ডেলা সম্পর্কে খুব ভালো একটা নিবন্ধ পড়েছেন। কিন্তু পরে নিবন্ধের নাম, লেখকের নাম বা ওয়েব
ঠিকানা কিছুই মনে নেই।
সমাধান:
site লিখে ওয়েবসাইটের ঠিকানা লিখে নিবন্ধের মূল বিষয় লিখে দিতে হবে।
শূন্যস্থান পূরণ
কোনো একটি জিনিসের সঙ্গে আরেকটি মিশিয়ে পাওয়া গেছে নতুন কিছু। কিন্তু মনে নেই কী মেশানোর কথা বলা হয়েছিল।
সমাধান:
যে অংশটা মনে নেই সেখানে * চিহ্ন দিলে গুগল সম্ভাব্য ফলাফল দেবে।

Previous
Next Post »
Designed by Engr. G.M.A Mahfuz ™

সাতক্ষীরা সদর,সাতক্ষীরা-৯৪০০
মোবাঃ ০১৯২৩৩৯৯৩৫৬
ই-মেইলঃ gmmahfuz@gmail.com

Powered by প্রযুক্তির রঙ