২০১৫ সালের ১০ মোবাইল ভবিষ্যৎবাণী! যা ঘটার অপেক্ষায়!

টিউন করেছেনঃ | | টিউন বিভাগঃ
আজকে আমি আসছি ঠিক আরেকটা নতুন টেক আপডেট নিয়ে। আজ আপনারা একটু বেশি মজা পাবেন, এটা আমার ধারণা। কারণ এটিকে ঠিক নিউজ না বলে ভবিষ্যৎ বানী বলতে পারেন। কারণ আমাদের ভবিষ্যৎ বানীর প্রতি বেশি আগ্রহ।
বিজ্ঞানীরা তাই বলেন। আর আমার এই ভবিষ্যৎ বানী সম্পূর্ণ মোবাইল  টেকনোলজির উপর ভবিষ্যৎ বানী। সেহেতু আপনারা কীভাবে নিবেন আচ করা যায়!! :) গত বছরের টেক ভবিষ্যৎ বানীগুলা খুব বেশি মিলে গেছিলো। সেখান থেকেই উৎসাহ নিয়েই আমার আজকের টিউন। আশা করি আপনাদের জানতে প্লাস দিনকে দিনকে মিলায়ে দেখতে মজাই লাগবে। আরও বেশি মজা পাবেন যখন দেখবেন ধীরে ধীরে ঘটনাগুলো ঘটতে শুরু করেছে।

২০১৫ সালের ১০ মোবাইল ভবিষ্যৎবাণী

১) সব জায়গায় থাকবে ফিটনেস সেন্সরঃ


সব জায়গায় থাকবে ফিটনেস সেন্সর
ফিটনেস ডিভাইস সর্বত্র এখন বহুল ব্যবহার হয়ে আসছে। সেহেতু ভালো ভালো অপারেটর গুলো এই ফিটনেস ডিভাইস বিশেষ করে ক্যালরি গননা যন্ত্র, নাড়ি পরিক্ষা, হার্ট রেট মাপার (যন্ত্রমূলক) ফিটনেস সেন্সর গুলা তখন মোবাইল গুলাতেই চলে আসবে। বিশেষ করে স্যামসাং এর মতো মোবাইল কোম্পানিগুলো এই ফিচার নিয়ে আসার জন্য চেষ্টা চালাবে। উদ্ভাবনী ক্ষমতা আরও বেশ কিছু সেন্সর অ্যাড করতে পারে। তারমধ্যে তাপমাত্রা পরিমাপক সেন্সর ধরে রাখা যায়।

২) কোয়াড HD ডিসপ্লে সাথে 4K:

গত বছর আমরা  Motorola Droid Turbo এবং Samsung Galaxy Note 4 এর মতো মোবাইলে কোয়াড HD যুক্ত করতে দেখেছি। এই বছরে আরও ভালো মানের বিশেষ করে SoCs এবং gen Quad HD জাতীয় ডিসপ্লের ভালো চাহিদা তৈরি হবে। তাছাড়া ১০” এবং ১৩” ট্যাবলেটগুলা আলট্রা HD এর চেয়ে ভালো কোন সংস্করণ পাবে। তাছাড়া 4K টিভি এবং মনিটর আরও কম দামে পাওয়া যাবে। আমরা মোবাইলেও এই 4K ডেনসিটির ডিসপ্লে দেখতেও পারি।

কোয়াড HD ডিসপ্লে সাথে 4K

৩) স্থিতিশীল অপটিক্যাল ছবিঃ

২০১২ সালের দিকে নকিয়া লুমিয়া ৯২০ OIS সংস্করণ যুক্ত করে, যাতে অল্প আলোতেও অনেক ভালো ছবি আসতো। যা এখন আইফোন ৬ প্লাস, স্যামসাং গ্যালাক্সি নোট ৪ এবং LG G3 তে এখন একটু আপডেট ভার্সন ব্যবহার করছে। যদিও এখন কোম্পানিগুলা পারিবেশিক আলোর সাথে সামঞ্জস্য রেখে ক্যামেরাগুলো তৈরি করার চেষ্টা করছে। ধীরে ধীরে আরও কিছু উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা সফটওয়্যার চলে আসবে বলে আশা করা যায়।

স্থিতিশীল অপটিক্যাল ছবির ব্যবহার বৃদ্ধি পাবে

৪) দ্রুত গতির LTE:

অস্ট্রেলিয়াতে ৩০০ MBPS স্পিডের LTE ৬ প্রোভাইড করে। কিন্তু সব দেশে এই সেবা নাগালের বাইরে, সবাই LTE 3 তে ১০০ MBPS স্পিড পাচ্ছে। কিন্তু এই প্রযুক্তি এখন অনেক বেশি আপডেট পাবে ২০১৫ সালের মধ্যে। ইউরোপের কিছু দেশে অলরেডি LTE 9 নিয়ে ৪৫০ KBPS স্পিডের দ্রুতগতির নেটওয়ার্ক নিয়ে কাজ করছে। এই বছরের মধ্যেই আমরা তাঁর ফল পাবো। যা হয়তো বড় বড় অ্যাপ, অনলাইন ফাইল আপনাকে কয়েক সেকেন্ডে ডাউনলোড করে দিবে।

দ্রুত গতির LTE এর সুযোগ থাকবে সবার

৫) *৮৬ ARM এর কার্যকারিতা বৃদ্ধি পাবেঃ

২০১৪ এ  আমরা ARM এর ব্যবহার দেখছি মোবাইল গুলোতে। কিন্তু ২০১৫ তে এটা খুব বেশি *৮৬ ARM এ আপডেট হয়ে যাবে, যা ডিভাইসের ব্যাটারি লাইফকে অনেক বেশি দৃঢ় করবে। *৮৬ চিপ মোবাইল মার্কেটে প্রবেশের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

*৮৬ ARM এর কার্যকারিতা বৃদ্ধি পাবে

৬) ট্যাবলেট বিক্রি কমতে থাকবেঃ

ট্যাবলেট বিক্রি এই বছরে আশানুরপ কমে যাবে। ট্যাবলেটে পর্যাপ্ত সুযোগ সুবিধা বৃদ্ধি করা সময় সাপেক্ষ এবং মোবাইল স্ক্রিন বেশ বড় হওয়ায় এখন মানুষের চাহিদায় পরিবর্তন আসছে। এখন বড় পর্দার মোবাইলগুলা ট্যাবলেট কে হার মানাতে বসেছে।  সেহেতু এটি ধরে নেওয়ায় যায় এই বছরে মোবাইলের তুলনায় ট্যাবলেটের চাহিদা অনেক বাজার হারাবে।

ট্যাবলেট বিক্রি কমতে থাকবে

৭) ব্যাটারি চিন্তা দূর হবেঃ

এখন সব মোবাইল কোম্পানিই বুঝে গেছে ব্যবহারকারী দীর্ঘস্থায়ী ব্যাটারির জন্য অপেক্ষা করে আছে। কিন্তু ব্যাটারি প্রযুক্তি খুব ভালো না হওয়ায় এখন মোবাইল কোম্পানিগুলো বড় ব্যাটারি দেওয়ার পক্ষপাতি। যাতে সবাই তাদের চাহিদা মতো ব্যাটারি লাইফ পাই সাথে সন্তুষ্টও থাকতে পারে। যেকারণে বাজারে পরবর্তী ফোন গুলাতে বড় ব্যাটারির ব্যবহার চোখে পড়বে আমাদের।

ব্যাটারি চিন্তা দূর হবে

৮) মোবাইল পেইমেন্ট সিস্টেম (NFC) বিস্তৃত হবেঃ

অধিকাংশ স্মার্টফোন এনএফসি যুক্ত করলেও শর্ট রেঞ্জ ওয়ারলেস সিস্টেমের জন্য এটা খুব কার্যকারী  হয় নি। যদিও অ্যাপেল তাদের "অ্যাপেল পে"র মাধ্যমে অনেক ব্যাংককে যুক্ত করেছে এনএফসির সাথে। সেহেতু এই ২০১৫ তে আমরা অন্যান্য সকল মোবাইলে এই এনএফসি চালু হবে এবং এটা অনেক মনোযোগ কাড়বে ব্যবহারকারীদের এটা আশা রাখা যায়।

মোবাইল পেইমেন্ট সিস্টেম (NFC) বিস্তৃত হবে সর্বত্র

৯) Project Ara আশাহত করবেঃ

গুগল তাদের সর্বশেষ প্রযুক্তি দিয়ে "প্রোজেক্ট এরা" বাজারে নিয়ে আসবে বলে ঘোষণা দেয়। কিন্তু এটার অনেক ট্রাবেলশুট মার্কেটে বিরুপ প্রভাব ফেলতে পারে বলে গবেষকদের ধারণা। এটার ব্যাটারি ধারন ক্ষমতা আসলেই কম হবে। যা আমাদের হতাশ করার জন্য যথেষ্ট।

Project Ara আশাহত করবে

১০) সফটওয়্যারের ফিচার বেশি ফোকাস করা হবেঃ

উপরের বর্ণনায় এটা স্পষ্ট মোবাইল অপারেটরগুলো ফিটনেস সেন্সর সহ আরও অনেক নতুন ফিচার মোবাইল গুলোতে আনতে সচেষ্ট। তাছাড়া তারা বিশেষ কিছু সফটওয়্যার ফিচার ফোকাস করার চেষ্টা করবে কাস্টমারকে আকর্ষণ করার জন্য। অনেক অ্যাপ যা আমরা কল্পনা করিনি সেসব হাজির হতে পারে আমাদের সামনে। কোম্পানিগুলো যতটা সম্ভব বেস্ট ফিচার আনতে যাচ্ছে এই বছরেই।

সফটওয়্যারের ফিচার বেশি ফোকাস করা হবে
ভবিষ্যৎবানীগুলা এখন ঘটার অপেক্ষায়।
আপনাদের কি আর কোন ভবিষ্যৎ বানী আছে যা ২০১৫ তে ঘটবে বলে আশা রাখেন, আমাকে জানাতে ভুলবেন না।
ধন্যবাদ সবাইকে।

Previous
Next Post »
Designed by Engr. G.M.A Mahfuz ™

সাতক্ষীরা সদর,সাতক্ষীরা-৯৪০০
মোবাঃ ০১৯২৩৩৯৯৩৫৬
ই-মেইলঃ gmmahfuz@gmail.com

Powered by প্রযুক্তির রঙ