Showing posts with label featured. Show all posts
Showing posts with label featured. Show all posts

আপনার পেনড্রাইভ কে কম্পিউটার এর চাবি হিসেবে ব্যাবহার করুন।


এখানে আমি আপনাকে দেখাবো আপনি আপনার পেনড্রাইভ কে চাবি হিসেবে ব্যাবহার করতে পাবেন... অর্থাৎ যতক্ষন পেনড্রাইভ লাগানো থাকবে ততোক্ষন কম্পিউটার চলবে... তাহলে শুরু করি...

সতর্কতা!!! এন্ড্রয়েডের নতুন ভাইরাস… যা ব্যবহারীদের জন্য হুমকি সরূপ

আজ আপনাদের সাথে এন্ড্রয়েডের একটি নতুন ম্যালওয়ার সম্পর্কে শেয়ার করব যা বিখ্যাত এন্টিভাইরাস ভেন্ডর AVG এর গবেষণায় উঠে এসেছে। এটা এমন একটি ভাইরাস যা আপনার ফোনের উপর গুপ্তচরের মত কাজ করে এমনি কি আপনি যদি আপনার ফোন বন্ধ করে রাখেন তাও সে তার কাজ চালিয়ে যায়।


নতুন এই এন্ডয়েড ভাইরাসটি ব্যবহারকারীদের জন্য সত্যিই বেশ বড় উদ্যেগের বিষয়।
বিশেষ করে যখন এন্ড্রয়েড ব্যবহারকারিরা তাদের ফোনে শাট ডাওন বা সুইচ অফ করে তখন এই ম্যালওয়ার টা তার কার্যক্রম শুরু করে থাকে। আমরা এন্ড্রয়েড ব্যবহারকারীরা সাধারনত যখন ফোন বন্ধ করার দরকার পড়ে তখন পাওয়ার বাটন টাতে ক্লিক করি এবং এখানে বেশ কিছু , বেশির ভাগ ব্যবহারকারীর ক্ষেত্রে ৩ টা অপশন আসে। অপশনগুলো হলঃ পাওয়ার অফ, এয়ারপ্লেন মোড বা mute.

এবং সাধারণত ব্যবহার কারীরা ফোন বন্ধ করতে সুইচ অফ বা পাওয়ার অফ এ ক্লিক করে থাকি। এতে আমাদের ফোন বন্ধ হয়ে যায়। মোবাইল সিকিউরিটি AVG টিম আবিষ্কার করেছে যে, এই ভাইরাসটি ফোনের পাওয়ার অফ প্রসেস-এর “রুট পারমিশন” ক্যাপচার করে থাকে। যার ফলে আপনার ফোনটি আদৌ বন্ধ হল কিনা সে বিষয়ে সন্দেহ থেকে যায়। যদি একবার এই ভাইরাস টি আপনার ফোনের এই অপশনটি ক্যাপচার করে নিতে পারে তবে সেটি আপনার ফোনের পাওয়ার অফ প্রসেস কে পুরোপুরি লক করে দিবে। কিন্তু আপনার ফোনের ডিসপ্লে লাইট চলে যাবে বাট ফোন চালু থাকবে।

যদি এমনটি হয়ে থাকে তবে আপনি যদি আপনার ফোন অফ করতে যান তবে আপনাকে কতগুলো ফেক ডায়ালগ বক্স দেখাবে অর্থাৎ যাতে আপনি ধরতে না পারেন যে আপনার ফোনে এই ভাইরাসটি আক্রমণ করেছে। কিন্তু বাস্তবে আপনার ফোন বন্ধ হবে না এবং ডিসপ্লে অফ অবস্থায় আপনার ফোনের সমস্ত কর্মকান্ডে এই ভাইরাসটি নিরবে গুপ্তচরগিরি করবে।

এই ভাইরাস টি আপনার ব্যক্তিগত তথ্য, ছবি ইত্যাদিতে প্রবেশ করে থাকে এবং মাঝে মধ্যে অটোমেটেড কল তৈরি করে আপনার ফোনের ব্যলেন্স এর বারোটা বাজায়। AVG এর সিকিউরিটি টিমটি এই ভাইরাসের ব্যাপারে সবাইকে সতর্কতা অবলম্বন করতে বলেছেন এবং এখনো পর্যন্ত যেহেতু এর আসল কাজ টি ঠিক কি তা নির্ণয় করা হয়নি তাই টিম টি এই ভাইরাসের না শুধুমাত্র “অজানা ম্যালওয়ার” হিসাবে মেনশন করেছেন। তাছাড়া তারা এ ও বলেছেন যে, আপনি যদি আপনার ফোনের ১০০% পাওয়ার অফ হয়েছে নিশ্চয়তা পেতে চান তবে কোন উপায় নেই বিধায় ব্যাটারী খুলে ফেলে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছেন।
তাছাড়া সিকিউরিটি সার্ভিস প্রোভাইডারদের অবশ্যই এই ভাইরাসের বিরুদ্ধে অতি শীঘ্রই এন্টি-ম্যালওয়ার তৈরি করা দরকার কেননা যদি বারবার ফোন বন্ধ করতে হয় তবে এভাবে বারবার ব্যাটারী খুলে বন্ধ করা সত্যিই বিরক্তের কাজ। তাই তাদের উচিত ব্যবহারকারীদের ভয় না দেখিয়ে যত দ্রুত সম্ভব যথাযথ প্রক্রিয়া চালু করা।
এতক্ষন ধরে পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ। …
আশা করি নতুন কিছু জানতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আজ এখানেই শেষ করছি।......

২০১৫ সালের ১০ মোবাইল ভবিষ্যৎবাণী! যা ঘটার অপেক্ষায়!

২০১৫ সালের ১০ মোবাইল ভবিষ্যৎবাণী! যা ঘটার অপেক্ষায়!
আজকে আমি আসছি ঠিক আরেকটা নতুন টেক আপডেট নিয়ে। আজ আপনারা একটু বেশি মজা পাবেন, এটা আমার ধারণা। কারণ এটিকে ঠিক নিউজ না বলে ভবিষ্যৎ বানী বলতে পারেন। কারণ আমাদের ভবিষ্যৎ বানীর প্রতি বেশি আগ্রহ।

অনলাইনে সকল প্ল্যাটফর্ম এ বাংলা লেখার নিয়ম এবং ক্ষুদি ক্ষুদি বাংলা বর্ণ বাদ দিয়ে অনলাইনে ঝকঝকে তকতকে স্পষ্ট বাংলা দেখার টিপস দেখে নিই ! আর নয় ইংরেজি বর্ণ দিয়ে বাংলা(বাংলিশ) লেখা!

শুরুতেই শ্রদ্ধা নিবেদন করছি, সে সকল ভাষা শহিদদের, যাঁরা বাংলা ভাষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন,যাঁদের ত্যাগের বিনিময়ে আমরা আজ বাংলায় কথা বলছি, লিখছি।


যাই হোক,
অনলাইনে আমাদের প্রাণ প্রিয় এই বাংলা ভাষার ব্যবহার খুব একটা পুরনো নয়। বাংলা ব্লগিং জনপ্রিয় হয়ে ওঠে এই তো ২০০৫ সালের দিকে। আর অনলাইনে বাংলা সহজে লেখার জন্য তরুণ ভাষা সৈনিক মেহদি হাসান খান প্রতিষ্ঠা করেন OmicronLab। এই ওমিক্রনল্যাব এর তৈরি অভ্র সফটওয়্যার(২০০৩) এখন সর্বাধিক জনপ্রিয় বাংলা টাইপিং সফটওয়্যার। সফটওয়্যার টিতে ফোনেটিক ব্যবহার করে বাংলা লেখার সুবিধা থাকায় এটি  তরুণ সমাজে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। নিঃসন্দেহে এই পদ্ধতি সহজ এবং সুবিধাজনক। ইতপূর্বে বিজয় এবং অন্যান্য বাংলা লেখার সফটওয়্যার তৈরি হলেও এগুলোর কীবোর্ড লে আউট আয়ত্ত করা অনেকের কাছে কঠিন হয়ে পড়ে। কেননা প্রফেশনালি এগুলোর ব্যবহার ব্যবহারকারিকে সহজেই কীবোর্ড লে আউট আয়ত্ত করতে সাহায্য করে, কিন্তু সাধারণ ব্যবহারকারী যাদের খুব একটা প্রয়োজন না হলে বাংলা লিখতে হয় না, তাদের ক্ষেত্রে বাংলা লেখা একটা ব্যাপক ঝামেলার ব্যাপার হয়ে দাড়ায়। এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে আবির্ভূত হয় অভ্র কীবোর্ড। ফোনেটিক ব্যবহার করে একজন খুব সাধারণ ব্যবহারকারীও সহজে স্বতঃস্ফূর্ততার সাথে বাংলা লিখতে পারে।
কিন্তু তারপরো দুঃখের বিষয় হচ্ছে, এখনও অনলাইনে দেখা যায়, অনেকে বাংলা লিখতে পারে না, ইংরেজি বর্ণ ব্যবহার করে খুব খারাপভাবে বাংলা লেখে। কোথাও দেখা যায় ব্রাউযারে বাংলা ঠিকমত দেখাচ্ছে না, ক্ষুদ্র ক্ষুদ্র বর্ণ দেখাচ্ছে,ব্যবহারকারি তাও কষ্ট করে বাংলা পড়ে চোখের বারটা বাজাচ্ছে। অথচ এই সমস্যার সমাধান নিয়ে তাদের বিন্দুমাত্র মাথা ব্যাথা নেই। হয়ত বা ধরেই নিয়েছে বাংলা পড়তে হলে এভাবে কষ্ট করেই পড়তে হয়।
মোবাইল, পিসি, ট্যাব, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, আইওএস , লিনাক্স সব প্ল্যাটফর্মেই বাংলা লিখা যায় এই ফোনেটিক ব্যবহার করে দ্রুত এবং সহজভাবে।Advanced ব্যবহারকারিগণ এটি জানলেও অনেকে ব্যাপারটি জানেন না। অনলাইনে এই বাংলা নিয়ে অনেক সমস্যা রয়েছে, তাদের এই সমস্যা গুলোর সমাধান দিতে আজকে আমার এই টিউন।

[পিসি]

১। বাংলা বর্ণ খুব ছোট দেখায়, কষ্ট করে পড়তে হয়।কি করব? 

==> সমস্যাটি সাধারণত ব্রাউজারে সঠিক বাংলা ফন্ট নির্বাচন না করা হলে দেখা দেয়। ব্রাউযারের ক্ষেত্রে সাধারণত মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম আমরা ব্যবহার করি। এই ক্ষেত্রে আমার পরামর্শ আপনি গুগল ক্রোম ব্যবহার করুন। এটিতে অনেক এক্সট্রা সুবিধা পাবেন, যা ফায়ফক্সে পাবেন না। এটিতে ফ্ল্যাশ প্লেয়ার সহ অনেক প্রয়োজনীয় প্লাগিন্স বিল্ট ইন থাকে। ফলে আপনাকে আলাদা করে ইন্সটল করতে হয় না। এবং সেগুলো অটোম্যাটিক আপডেট হয় এবং আপনাকে সেগুলো নিয়ে চিন্তা করতে হবে না। তবে ফায়ারফক্স এর রিসেন্ট ভার্সনগুলো-ও ব্যাপক উন্নতি লাভ করেছে। যাই হোক ক্রোম/মজিলা বিতর্কে না গিয়ে আমি শুধু আমার পরামর্শ দিলাম, কোনটা ব্যবহার করবেন আপনাদের ব্যাপার।
গুগল ক্রমে এই সমস্যা সমাধান করতেঃ 

  • প্রথমে নিচের ডাউনলোড বাটন হতে Siyam Rupali ফন্ট টি ডাউনলোড করুন।

  • এবার .ttf extention এর যে ফন্টটি আপনি নামালেন তাতে: right click-->Install এ ক্লিক করুন।
  • এবার গুগল ক্রোম ওপেন করুন।
  • দেখুন ক্রোম এর উপরে ডান দিকে এই   বাটনটি রয়েছে তাতে ক্লিক করুন অথবা কীবোর্ড এর Alt+E চাপুন। নিচের ছবির মত মেনু ওপেন হলে Settings এ ক্লিক করুন।

  • এবার নতুন পেজ আসবে। দেখুন ডান দিকে একটি সার্চ বক্স আছে। সেখানে লিখুন "font"[উদ্ধৃতি ছাড়া] । নিচের মত অপশন আসলে "Customize fonts..." এ ক্লিক করুন।

  • এবার সবগুলো "Siyam Rupali" করে দিন ।এইভাবেঃ

  • তারপর নিচের দিকে আসুন সেখানে "Encoding" লেখার নিচে একটা ড্রপ ডাউন মেনু পাবেন। সেখান থেকে "Unicode (UTF-8)" নির্বাচন করুন।এভাবেঃ

  • এবার ক্রোম বন্ধ করে চালু করুন। অথবা Address bar এ লিখুন "chrome://restart" [উদ্ধৃতি ছাড়া]।
এবার যেকোনো বাংলা সাইট ভিজিট করে দেখুন। ঝকঝকে বাংলা লেখা।
আমাদের টেকটিউনস

[বি.দ্র. অন্যান্য ব্রাউযারেও একই ভাবে ফন্ট ডাউনলোড করে ইন্সটল করে ডিফল্ট হিসেবে সিলেক্ট করে ঝকঝকে বাংলা দেখা যাবে]

২। অনলাইনে পিসি তে বাংলা লিখব কিভাবে? 

==> এটা তো আমরা সবাই জানি, অভ্র কীবোর্ড ব্যবহার করে খুব সহজেই আমরা বাংলা লিখতে পারি। অভ্র কীবোর্ড ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন। এটি উইন্ডোজ এক্সপি/ভিস্তা/ ৭/৮/৮.১ সাপোর্টেড।


২। অভ্র ডাউনলোড-- ইন্সটল কত্ত ঝামেলা, এর চেয়ে সহজ হয় না? 

==> গুগল ক্রমে 86.85KB এর অভ্র ফোনেটিক এক্সটেন্সান ইন্সটল করে আপনি বাংলা লিখতে পারবেন।
[ওয়েব স্টোর লিঙ্ক ]

                                             <---*-->

[স্মার্টফোন] 

১। অ্যান্ড্রয়েড এ বাংলা লিখব কিভাবে?  

==>
  • প্রথমে নিচের ডাউনলোড বাটন হতে Mayabi Keyboard lite অ্যাপটি ডাউনলোড করে নিন।
  • তারপর স্বাভাবিকভাবে ইন্সটল করে নিন।
  • এবার Setting-->Language and Input-->Mayabi Keyboard lite এ টিক দিন, এভাবে।
  • এবার যে কোন টেক্সট ফিল্ড এ লং প্রেস করুন অথবা অপশন বাটন এ ট্যাপ করুন।

  • এবার "Choose Input Method" থেকে "Mayabi Keyboard Lite" নির্বাচন করুন। সেটি ডিফল্ট হয়ে যাবে ।
  • ব্যস! এবার যেকোনো টেক্সট ফিল্ডে এই কীবোর্ড দেখাবে এবং "মায়াবি" তে ক্লিক করলেই আপনি ঠিক অভ্র কীবোর্ড এর মত ফোনেটিক ব্যবহার করেই সহজে বাংলা লিখতে পারবেন।
অভ্র কীবোর্ড এবং মায়াবি কীবোর্ড এর ফোনেটিক লে আউট একইঃ

<---*-->

২।সব-ই বুঝলাম... কিন্তু উইন্ডোজ ফোনে বাংলা লিখব কিভাবে? 

==>
  • প্রথেম নিচের লিঙ্ক থেকে অ্যাপ টি ডাউনলোড করে নিন। [লিঙ্ক ছবিতে]

  • অ্যাপ টি ইন্সটল করে ফেলুন। চন্দ্র বিন্দু বাংলা লেখার চমৎকার অ্যাপ। বাংলা টেক্সট, বাংলা মেইল, ফেসবুক স্ট্যাটাস সব-ই বাংলা করতে পারবেন এর সাহায্যে।
স্ক্রিন শটঃ

iphone/ipad/ipod এ বাংলা লেখা সম্ভব??  

==> এর জন্য রয়েছে iAvroPad। বিস্তারিত এখানেঃ  ।

[ম্যাক]

১। ম্যাকেও বাংলা লেখা যায়? 

==> এর জন্য রয়েছে iavro । ডাউনলোড করুন এখান থেকে

[লিনাক্স] 

১।লিনাক্সে বাংলা লিখতে চাই,কিন্তু কিভাবে?  

==> লিনাক্সপ্রেমিদের বাংলা লেখার চাহিদা পুরণ করতে ওমিক্রনল্যাব নিয়ে এল ibus-avro। বিস্তারিত এখানে

এখন প্রায় সকল ডিভাইসে সকল প্ল্যাটফর্মে আমরা খুব সহজেই বাংলা লিখতে পারি। তো কেন এখনও ইংরেজি বর্ণ ব্যবহার করে বাংলা লিখবেন? যখন তার চেয়ে সহজেই আপনি সুন্দরভাবে আমাদের মাতৃভাষা বাংলা লিখতে পারছেন! আমরা অনলাইনে যত বেশী বাংলা ব্যবহার করব, আমাদের ততই লাভ। কেননা আমরা খুব সহজেই বাংলা তথ্য পাব, বাংলা কন্টেন্ট সমৃদ্ধ হবে । '৫২ তে সালাম, রফিক, শফিক রা রক্ত দিল ভাষার জন্য, আমাদের তো রক্ত দিতে হচ্ছে না, শুধু বাংলা লিখলেই হবে।  এইটুকু কাজ করতে যদি আমরা অলসতা করি তাহলে আমরা কিসের বাঙালি??
আসুন, শুদ্ধ ভাবে বাংলা লিখি। বাংলা কন্টেন্ট সমৃদ্ধ করি।
টিউনটিতে  শুদ্ধভাবে বাংলা টিউমেন্ট করে দেখিয়ে দিন ভাষার প্রতি আপনার ভালবাসা। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন।

এবার পর্নের বিরুদ্ধে সোচ্চার দাদা গুগল


নানা রকম খবর ই দেখতেছি
গত মাস কয়েক ধরে। একজন
গুগল স্টাফ যখন  ঘোষনা দিলেন
এবার পর্নের বিরুদ্ধে নামবে গুগল অনেকেই অনেক কিছু ভেবে বসছে।
আমি শুরুতে বিশ্বাস করি নি খবর টা, কত রকম গুজব ই শোনা যায়।বিশ্বাস করলাম সয়ং ম্যাটকাট যখন বললেন। ম্যাট কাট গুগলের ওয়েব স্প্যাম টিমের বর্তমান লিডার।
আমি শুরুতে ভাবলাম সবরকম পর্ন সাইট সার্চ রেজাল্ট থেকে দেখানো বন্ধ করে দেবে গুগল।সুধু আমি না, ভেবেছেন অনেকেই। বেশ কটি অফিশিয়াল আর বিশাল পর্ন পোর্টাল ও এই খবর শুনে নড়েচড়ে বসে। তারা নিজেদের প্রাইভেসী পলিসি তে পরিবর্তন ও আনতে শুরু করেন।
কিন্তু আমার মাথায় আসে অন্য একটা কথা। পর্ন এর একটা বিশাল কালেকশন তো গুগল নিজেই। গুগলের ব্লগস্পটে এরকম লাখ লাখ সাইট আছে যার মুল থিম অস্লীল ছবি বা আর্টিকেল। তাহলে আমাদের তো উচিত গুগলের দিকেই শুরুতে আঙ্গুল তোলা। এ নিয়ে দুলাইন লিখবো ও ভাবছিলাম। কিন্তু নাহ, গুগল আমার থেকে আসলেই অনেক বেশী স্মার্ট । এবার গুগল শুরুতে পরিষ্কার করবে নিজেকে।
জী, গুগলের ব্লগস্পটে আর রাখা হবে না এ ধরনের পর্ন সাইট। আমি একটু ভুল বললাম, রাখা হবে না, তা না, পাবলিকালী রাখা হবে না। থাকবে, কিন্তু প্রাইভেট, পাবলিক আর সেগুলো ব্রাউজ করতে পারবে না।
গুগলের সোসাল প্রডাক্ট সাপোর্ট ম্যানেজার জেসিকা পেলেজিও জানালেন ““This week, we announced a change to Blogger’s por-n policy. We’ve had a ton of feedback, in particular about the introduction of a retroactive change (some people have had accounts for 10+ years), but also about the negative impact on individuals who post sexually explicit content to express their identities,”
মানে গুগল অনেক দিন ধরেই এ ধরনের সাইটের বিরুদ্ধে নেগেটিভ ফিডব্যাক পেয়ে আসতেছে , এমন কারো বিরুদ্ধে যারা প্রায় ১০ বছর ধরে ব্লগার ব্যাবহার করছেন । ব্যাবস্থা সবার বিরুদ্ধেই নেয়া হবে।
এর আগে ২০১৩ তে বেশ পপুলার এরকম বেশ কিছু সাইট গুগল ডিরেক্ট ব্যান করে দেয়। এতে খানিক টা ক্লিন হলেও অনেক দিন ধরে তৈরী করা সাইটের সব ডাটা হারিয়ে ক্ষেপে যান অনেকেই। তাই এবার এ ব্যাবস্থা, আপনার সাইট, আপনি দেখেন, আর কেউ দেখবে না। এতে আরেক টা সুযোগ ও থাকবে, ওয়েব মাস্টার রা চাইলে তাদের সাইটের সব ডাটা নিজেদের কাছে রাখতে পারবেন। অন্যখানে মুভ করার সুযোগ ও পাবেন।(এটাচঃ কিভাবে কোন ক্ষতি না করে ব্লগার থেকে ওয়ার্ডপ্রেসে সাইট মুভ করতে পারবেন)
আমার মতামতঃ আমি বা আমরা যতই বলি না কেনো, পর্ন ইন্টারনেট ব্যাবস্থার একটা অংশ হয়ে গেছে। না হইলে এ ধরনের সাইট গুলো এত হিট কিভাবে পাইতো ? কারা এর ভিজিটর ? আপনার আমার মত ই কেউ। কিন্তু গুগল একটু হলেও ব্যাবস্থা নিচ্ছে এটা অফকোর্স ভালো উদ্দ্যোগ।
একটু কথাঃ এধরনের নিচু মানষীকতার সাইট গুলোর কারনেই গুগলে আজকে আমরা মা,বোন,আপু,খালা লিখে সার্চ দিতে পারি না। ম্যাক্সিমাম ব্লগারে থাকে এই সাইট আর কন্টেন্ট গুলো। থামবে আশা করতেছি এবার।

বাংলা অর্থসহ বাচ্চাদের নাম খোঁজার ওয়েবসাইট

বাংলা অর্থসহ বাচ্চাদের নাম খোঁজার ওয়েবসাইট
babyNEAবাংলাদেশের প্রথম বাচ্চাদের নাম খোঁজার ওয়েবসাইট www.baby NEA .com (ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট বেবি এন ই এ ডট কম) উদ্বোধন হল  নতুন বাংলা বছর পহেলা
Designed by Engr. G.M.A Mahfuz ™

সাতক্ষীরা সদর,সাতক্ষীরা-৯৪০০
মোবাঃ ০১৯২৩৩৯৯৩৫৬
ই-মেইলঃ gmmahfuz@gmail.com

Powered by প্রযুক্তির রঙ