Showing posts with label স্পন্সরড টিউন. Show all posts
Showing posts with label স্পন্সরড টিউন. Show all posts

এসএসসির পরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিহ্মা হতে পারে আপনার ক্যারিয়ারের অন্যতম মাধ্যমঃ

এসএসসির পরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিহ্মা হতে পারে আপনার ক্যারিয়ারের অন্যতম মাধ্যমঃ
এসএসসির পরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
বর্তমানে এই প্রতিযোগিতা পূর্ণ বিশ্বে যোগ্য ও কর্মদক্ষ হয়ে গড়ে ওঠার জন্য প্রয়োজন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। ধরা হয়ে থাকে, এসএসসি পাসের মধ্য দিয়ে সূচনা হয় শিক্ষা জীবনের দিক নির্ধারণ করার সঠিক সময়। ইঞ্জিনিয়ারিং শিক্ষার গুরুত্ব

→ [স্থির ছবি থেকে ভিডিও বানান] ←

 → [স্থির ছবি থেকে ভিডিও বানান] ←
স্থিরচিত্র ব্যবহার করে ভিডিওচিত্র
বানানো যায় সহজেই। এ জন্য ফটোস্টেজ
স্লাইড শো প্রডিউসার নামের ছোট একটা সফটওয়্যার লাগবে। এটি দিয়ে যেকোনো ছবিকে ভিডিওতে রূপান্তর
করা যাবে। এ জন্য...

→ প্রথমে এখানে ক্লিক করে সফটওয়্যারটি নামিয়ে নিতে হবে। এর আকার ১.৬৩ মেগাবাইট। 

→ নামানোর পর এক্সট্রাক্ট করে কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে।

→ ইনস্টল করার সময় নামানো ফোল্ডারে Components নামের একটি ফাইল পাবেন, তা কপি করে C:/ ড্রাইভে Program Files খুলে এনসিএইচ সফটওয়্যার নামের ফাইলটি খুলুন।

→ এবার পেস্ট করে কম্পিউটার রিস্টার্ট করুন।

→ এরপর ডেস্কটপ আইকন থেকে দুই ক্লিক করে ফটোস্টেজ স্লাইড শো প্রডিউসার খুলুন।

→ এবার যেসব ছবিকে ভিডিওতে রূপান্তর করবেন, সেগুলো নির্বাচন করুন। 

→ যে শব্দ বা গান এই ছবিতে দিতে চান, তা নির্বাচন করে নিতে হবে।

→ Manage color-এ ক্লিক করতে হবে। এরপর Builed Slideshow-এ ক্লিক করুন।

→ এখানে আপনি পিসি, ডিভিডি, সিডি অথবা অন্য কোনো মাধ্যমের জন্য ভিডিওটি রূপান্তর করতে চাইলে তা নির্বাচন করে দিন। 

→ ব্রাউজ করে দেখিয়ে দিন ফাইলটি কোথায় রাখবেন।

→ ছবির রেজুলেশন, ফ্রেম রেট ঠিক
করে নিতে হবে।

→ কোন ফরম্যাটে ভিডিও করতে চান, তা নির্ধারণ করে দিন। 

→ এবারে সবকিছু ঠিক থাকলে Build
Slideshow-এ ক্লিক করলে ভিডিওতে রূপান্তর করা শুরু করবে। 

→ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং দেখবেন, ছবির প্রত্যাশিত ভিডিওটি যথাস্থানে সেভ হয়ে গেছে।

→ তৈরি হয়ে যাবে স্থিরচিত্রের ভিডিও।

ধন্যবাদ। বুঝতে কোন সমস্যা থাকলে এখানে কমেন্ট করুন অথবা ফেইসবুকে আমাকে নক করুন। 

→ ফেইসবুকে আমি ←
Designed by Engr. G.M.A Mahfuz ™

সাতক্ষীরা সদর,সাতক্ষীরা-৯৪০০
মোবাঃ ০১৯২৩৩৯৯৩৫৬
ই-মেইলঃ gmmahfuz@gmail.com

Powered by প্রযুক্তির রঙ